সোমবার ২৩ ডিসেম্বর ২০২৪

সম্পূর্ণ খবর

রাজ্য | হাড়োয়ায় কে হচ্ছেন তৃণমূলের প্রার্থী? পছন্দের তালিকায় রয়েছে এই নাম

Kaushik Roy | ১৯ অক্টোবর ২০২৪ ১৭ : ২৪Kaushik Roy


আজকাল ওয়েবডেস্ক: আগামী ১৩ নভেম্বর রাজ্যের অন্য পাঁচ বিধানসভার সঙ্গে উত্তর ২৪ পরগনার হাড়োয়া বিধানসভার উপনির্বাচন। তার আগে এই কেন্দ্রে তৃণমূলের প্রার্থী কে হচ্ছেন, তা নিয়ে দলের অন্দরে জোর জল্পনা শুরু হয়েছে। উঠে আসছে বেশ কয়েকটি নাম। তৃণমূল নেতৃত্ব অবশ্য জানিয়েছেন, উপনির্বাচনে লড়াইয়ের জন্য যোগ্যতম ব্যক্তিকেই দল টিকিট দেবে। উত্তর ২৪ পরগনার হাড়োয়া বিধানসভা কেন্দ্র থেকে ২০১৬ ও ২০২১ সালে পরপর দু'বার বিধায়ক নির্বাচিত হয়েছিলেন তৃণমূলের (TMC) হাজি নুরুল ইসলাম।

 

২০২৪ সালের লোকসভা নির্বাচনে নুরুল ইসলামকে দল বসিরহাট লোকসভা কেন্দ্রে প্রার্থী করে। বিজেপি প্রার্থী রেখা পাত্রকে তিন লক্ষ ৩৩ হাজার ভোটে হারিয়ে তিনি সাংসদ নির্বাচিত হয়েছিলেন। সংসদীয় রীতি অনুযায়ী সাংসদ হিসেবে শপথ গ্রহণের আগে হাড়োয়ার বিধায়ক পদ থেকে নুরুল ইসলাম ইস্তফা দিয়েছিলেন। তারপর থেকে এই কেন্দ্রটি বিধায়কহীন হয়ে রয়েছে। সম্প্রতি জাতীয় নির্বাচন কমিশন আগামী ১৩ নভেম্বর রাজ্যের ছয় বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের দিন ঘোষণা করেছে। তারপর থেকে শাসক ও বিরোধী উভয় শিবিরই নির্বাচনে লড়াইয়ের জন্য মাঠে নেমে পড়েছে। 

 

২০২১ সালের বিধানসভা নির্বাচনে হাড়োয়া কেন্দ্রে ত্রিমুখী লড়াই হয়েছিল। তৃণমূল প্রার্থী হাজি নুরুল ইসলামের সঙ্গে লড়াই হয়েছিল আইএসএফ প্রার্থী কুতুবুদ্দিন বিশ্বাস ও বিজেপির রাজেন্দ্র সাহার। নুরুল ইসলাম ৮০ হাজার ৯৭৮ ভোটে জয়লাভ করেছিলেন। আইএসএফ ও বিজেপি প্রার্থী প্রচারে ঝড় তুললেও ভোটের ফলাফলে তেমন প্রভাব ফেলতে পারেননি। সেবার তৃণমূল সহজ জয় পেয়েছিল। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, হাড়োয়া বিধানসভায় উপনির্বাচনের লড়াই নাম কা ওয়াস্তে হতে চলেছে। উপনির্বাচনে হাড়োয়ায় তৃণমূলের প্রার্থী কে হবেন, তা নিয়ে জেলাবাসীর মধ্যে তুমুল কৌতূহল ছড়িয়েছে। তৃণমূলের অন্দরে একাধিক নাম ভেসে রয়েছে। তার মধ্যে সবার আগে রয়েছে সদ্যপ্রয়াত সাংসদ হাজি নুরুল ইসলামের ছেলে রবিউল ইসলামের নাম। 

 

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, রবিউলকে প্রার্থী করা হলে তৃণমূল বাড়তি কিছু সহানুভূতির ভোটও পেয়ে যেতে পারে। তারপরেই যাঁর নাম নিয়ে জল্পনা চলছে তিনি হলেন আব্দুল হাই। দাতপুর পঞ্চায়েতের উপপ্রধান। সংগঠক হিসেবে তিনিও বেশ জনপ্রিয়। তাছাড়া জল্পনা চলছে হাড়োয়া পঞ্চায়েত সমিতির সদস্য আবদুল খালেক ও জেলা পরিষদের কর্মাধ্যক্ষ বুরহানুল মুকাদ্দিন লিটনের নাম নিয়েও। তৃণমূলে যোগ দেওয়া দেগঙ্গার প্রাক্তন বাম বিধায়ক তথা বামফ্রন্ট সরকারের প্রাক্তন ত্রাণমন্ত্রী চিকিৎসক মোর্তাজা হোসেনের নামও তালিকায় রয়েছে। রয়েছে কয়েকজন শিক্ষক ও চিকিৎসকের নাম। আবার বহিরাগত প্রার্থীর সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না।

 

তৃণমূলের জেলা নেতৃত্ব অবশ্য জানিয়েছেন, অন্য কোনও মাপকাঠিতে নয়, যোগ্যতম ব্যক্তিকেই দল টিকিট দেবে। জেলা তৃণমূল নেতা তথা উত্তর ২৪ পরগনা জেলা পরিষদের সভাধিপতি নারায়ণ গোস্বামী বলেন, 'যোগ্যতম ব্যক্তিকেই দল টিকিট দেবে। দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ই এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন।'


#West Bengal#Local News#BY Election



বিশেষ খবর

নানান খবর

নানান খবর

বক্সায় আচমকা উধাও নোটিশ, পর্যটন ব্যবসায়ীদের ক্ষতির কথা ভেবেই কি সিদ্ধান্ত? চুপ বনদপ্তর...

'অমিত শাহের পদত্যাগ করা উচিত', আম্বেদকর কাণ্ডে দাবি তৃণমূল সাংসদ কল্যাণের...

অসম এসটিএফ-এর হাতে কেরল থেকে ধৃত জঙ্গি হরিহরপাড়ার বাসিন্দা, রয়েছে ভোটার তালিকায় নামও...

ময়নাগুড়িতে গরু চড়াতে গিয়ে গন্ডারের হামলার মুখে পড়লেন ব্যক্তি, অবস্থা আশঙ্কাজনক...

৭২ ঘন্টায় রমেশ খুনের কিনারা, ৭০ হাজারের বিনিময়ে ভাড়াটে খুনি দিয়ে স্বামীকে খুন স্ত্রীর...

মাত্র ৪ ঘণ্টায় উদ্ধার অপহৃত নাবালিকা, দুষ্কৃতীদের গ্রেপ্তার পুলিশের ...

ছাত্রদের চুলে লাল-নীল রং, কিম্ভূতকিমাকার ছাঁট, প্রতিকারে ক্ষৌরকারদের শরণাপন্ন স্কুল কর্তৃপক্ষ ...

মৌসুনি দ্বীপে আগুন, পুড়ে ছাই বহু কটেজ, কোনও মতে প্রাণে বাঁচলেন পর্যটকেরা...

আচমকাই নেমে এল ধস, সিকিমের পর্যটন নিয়ে বড় খবর ...

পাস্তায় পিরিয়ডিক টেবিল লিখে চমক! ইন্ডিয়া বুক অফ রেকর্ডসে নাম কোন্নগরের সৌমদ্বীপের...

রাজ্য-ডিভিসি বিবাদেই কি সঙ্কট! চাষের জল পাচ্ছেন না পূর্ব বর্ধমানের কৃষকরা...

ইএসআই হাসপাতালে চন্দ্রবোড়ার উপদ্রব! আতঙ্কে রোগী এবং রোগীর পরিজন, ডাক পড়ল বিশেষজ্ঞের...

স্ত্রীর সঙ্গে পরিকল্পনা করেই প্রেমিকার খুনের সুপারি দিয়েছিল সেনাকর্মী...

কানের দুল ছিনতাইয়ে বাধা, বৃদ্ধাকে একা পেয়ে কুপিয়ে খুন করল প্রতিবেশী...

হতে পারেন লেপার্ড বা বাইসনের মুখোমুখি, জঙ্গল সাফারিতে নতুন নিয়ম গরুমারায় ...





রবিবার অনলাইন

সোশ্যাল মিডিয়া



10 24